জয়পুরহাট প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর’২১ জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিয়েছে “গুড নেইবারস বাংলাদেশ” নামে একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা। সোমবার দুপুরে কালাই সিডিপি অফিস চত্তরে সংস্থার স্পন্সর শীপ শিশুদের মাঝে এসব বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, পৌর মেয়র রাবেয়া সুলতানা, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও সংস্থার প্রজেক্ট ম্যানেজার শারমিন নাসরিন ।
অনুষ্ঠানে কোমলমতি ১ হাজার ৪৩৭ জন শিক্ষাথর্ীদের হাতে স্কুল ব্যাগ, পানির পট, পেন্সিল, স্কেচ বুক, ইরেজার, ব্রাশ, টুথপেস্ট সহ শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রি বিতরণ করেন।