পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। এদিন মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৫৫ রানে ৯ উইকেট হারিয়েছে সফরকারীরা।
এদিন বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও মেহেদি হাসান একটি করে উইকেট নেন। আর নাসুম আহমেদ নেন দু’টি উইকেট।
প্রসঙ্গত, টি–টোয়েন্টিতে এই প্রথম প্রতিপক্ষের ৫৫ রানের মধ্যে ৯ উইকেট নিলেন বাংলাদেশের বোলাররা। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ২৮ রানে ৪ উইকেট নিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, হেনরি নিকলস, কলিন ডি গ্র্যান্ডহোম, ডগ ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, কোল ম্যাককনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার।