মাহফুজুর রহমান রিভু জয়পুরহাট প্রতিনিধিঃ ৫০৫ পিস নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ৫।
র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের মাদক বিরোধী একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে ০৮ আগস্ট দুপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার ধামইরহাট ধানাধীন শিমুলতলী এলাকা থেকে ৫০৫ পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ ধামইরহাট থানাধীন রসপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মইনুল ইসলাম (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত মাদক কারবারী নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।