রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২ টায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি ভবনটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান খান। ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাদি আলমাজি জিন্নাহ,
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কালাম আজাদ হৃদয়, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ রায়হান গফুর, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শেখ শহিদুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জিন্নাতুল আলম স¤্রাট, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মানিক, উপজেলা প্রকৌশলী আতিকুল ইসলাম প্রমূখ। ১ কোট ১৫ লক্ষ টাকায় ভবনটি নির্মিত হয়েছে।