স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জ হাসাড়াঁ হাইওয়ে থানায় নতুন সার্জেন্ট হিসেবে মোঃ বাহারুল ইসলাম যোগদান করেছেন। গত ৬ আগস্ট শনিবার তিনি হাসাড়াঁ হাইওয়ে থানায় যোগদান করেন।
ইতিপূর্বে তিনি বকশীগঞ্জ হাইওয়ে থানা, গাজীপুর রিজীয়নে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিষ্ঠা ও সুনামের সহিত অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হাসাড়াঁ হাইওয়ে রোড ঢাকা-মাওয়া মহাসড়ক একটি গুরুত্বপুর্ণ স্থান। প্রায় ৫৫ কিলোমিটার ঢাকা-মাওয়া মহাসড়ক হাসাড়াঁ হাইওয়ে থানার আওতাভুক্ত।
এমনকি ২১ টি জেলার লোকজনের ঢাকা সহ দক্ষিনঅঞ্চলে যাতায়াতের একমাত্র পথ ঢাকা-মাওয়া ওক্সপ্রেসওয়ে মহাসড়ক রোড। সব দিক দিয়ে গুরুত্বপুর্ণ এ থানায় দায়িত্ব পালনে তিনি আল্লাহ’র রহমত কামণাসহ স্থানীয় সাংবাদিক ও সকলের সহযোগীতা কামনা করেন।