মাহফুজুর রহমান রিভু,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রোয়াইড় গ্রামে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার পর মৃত্যুর যন্ত্রনায় ছটফট করে চিকৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শুক্রবার (৬ আগস্ট) মারা গেছেন। নিহত মুনজিলা জয়পুরহাট সদরের বানিয়া পাড়া গ্রামের আব্দুস সবুরের মেয়ে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নিরেন্দ্র নাথ মন্ডল জানান, গত ২৬ জুলাই দুপুরে জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইড় গ্রামে রনি ও তার স্ত্রী মুনজিলার মধ্যে পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে।
এসময় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মুজিলাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে ঢাকাতে স্থানান্তর করা হলে বার্ন ইউনিটে চিকৎসাধীন অবস্থায় মারা যায়।
ওই ঘটনায় গত ২৯ জুলাই মুনজিলার বাবা আব্দুস সবুর বাদী হয়ে জামাই রনির বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা করলে ৩০ জুলাই রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।