স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ টি ঔষধের দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বেলা ১২ টার দিকে সিরাজদিখান বাজার ও ইছাপুরা বাজারে ঔষধের দোকান গুলোতে ড্রাগ লাইসেন্স না থাকায় এবং নকল,মেয়াদ উত্তীর্ণ ও বিদেশী ঔষধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
এসময় সাথে ছিলেন মুন্সীগঞ্জ জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুব হোসাইন। সিরাজদিখান বাজারের দত্ত ফার্মেসি,ইছাপুরা বাজারের তালুকদার ফার্মেসি ও নিলয় ফার্মেসি এই তিন ঔষধের দোকানীকে ৫ হাজার টাকা করে ড্রাগ-১৯৪০ এর ১৮ ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, আমাদের উপজেলায় কোন ঔষুধের দোকান ড্রাগ লাইসেন্স ছাড়া চালাতে পারবে না এবং মেয়াদোত্তীর্ণ ও বিদেশী ঔষধ বিক্রি করতে পারবে না। সে ক্ষেত্রে আজকে আমরা ঔষুধ প্রশাসনকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত চালিয়েছি। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে ।