মোহাম্মদ রোমান হাওলাদার: ইছাপুরা ইউনিয়ন ম্যাপ গ্রুপের আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার স্থানীয় স্বাস্থ্য সেবা জোরদার করণের লক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায়,ব্রিটিশ কাউন্সিলের অংশীদারে ও ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে সোশ্যাল এ্যাকশন প্রোজেক্টের আওতায় মঙ্গলবার বেলা ১১ টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ভার্চুয়ায়ল সভা অনুষ্ঠিত হয়।
কুসুমপুর জাগরণী সংসদের সভাপতি অহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইছাপুরা ম্যাপ গ্রুপ সোশ্যাল এ্যাকশন প্রোজেক্ট লিডার ফাহিম শেখের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিবি আয়শা মুন্সিগঞ্জের বরুণ কুমার ভট্টাচার্য। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওতাধীন ৩ টি কমিউনিটি ক্লিনিকের স্থানীয় জনপ্রতিনিধিগণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।