স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণ লীগ সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে গতকাল শনিবার বিকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া (ইসলাম বাগ) গ্রামের হাজী মোঃ মান্নান সরদারের বাড়ীর আঙিনায় আনুষ্ঠানিক ভাবে ইউনিয়নের দুই শতাধিক মানুষের মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আঃ করিম শেখ। সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সংস্কৃতিক তরুন লীগের সহ-সভাপতি মোঃ নূর আলম শেখ সুজনের সভাপত্বিতে ও যুগ্ন সাধারণ সম্পাদক সরদার জাকিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুন লীগের সভাপতি মোঃ শামীম শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুন লীগের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার, মধ্যপাড়া ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দিন খান,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ভরুন লীগের সভাপতি মোঃ মামুন হাওলাদার, সহ-সভাপতি মোঃ আল আমি মৃধা, সাধারণ সম্পাদক মোঃ রাফি আহমেদ,লৌহজং উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুন লীগের সভাপতি মোঃ আল আমিন মৃধা, শ্রীনগর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুন লীগের সভাপতি মোঃ কালাম ভূইয়া, সাধারন সম্পাদক আরিফিন রহমান নিঝুম ও বিশিষ্ট সমাজসেবক মোঃ রনি সরদার প্রমূখ।
অনুষ্ঠান শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামণায় ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রূহের মাগফিরাত কামণায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।