আমেরিকান সরকারের কেনেডি-লুগার ইয়ূথ এক্সচেঞ্জ এন্ড স্টাডি(কেএল-ইয়েস) স্কলারশিপ নিয়ে শিক্ষার জন্য মনোনিত ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র শেখ সামিন নামে এক ছাত্রকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১ টায় ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনায় আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া অন্যান্য অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,
ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কৃষিবিধ মোকসুদ আলম খান মুকুট, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মাহবুবুর রহমান স্বপন প্রমূখ।