স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটর সাইকেল চুরি হয়েছে মর্মে খবর পাওয়া গেছে ৷ গতকাল ১৮ আগস্ট বুধবার রাতে উপজেলার বাহেরকুচি গ্রামের ইউপি সদস্য শাহ আলমের বাড়ীর আঙিনা থেকে কালো রঙের একটি পালচার মোটর সাইকেল চুরি হয় বলে জানা যায়। চুরি যাওয়া মোটর সাইকেলের প্লেট নম্বর ঢাকা মেট্রো ল-৩২-৩৮-৫৪। এদিকে মোটর সাইকেলের মালিক মোঃ সুমন তার বাইকটি খুঁজে পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
তিনি জানান, মোটর সাইকেলটি তিনি বাহেরকুচি গ্রামের ইউপি সদস্য শাহ আলমের বাড়ীর আঙিনায় রেখে বন্ধুর বাড়ীতে যান। কিছুক্ষন পর ফিরে এসে দেখেন তার বাইকটি সেখানে নেই। তার বাইকের সাথে প্রায় নতুন আরো একটি বাইক রাখা ছিলো। কিন্তু তার বাইকখানা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। বহু খোঁজাখুজি করেও তিনি বাইকখানা উদ্ধার করতে পারেন নি।
যদি কোন ব্যক্তি চুরি যাওয়া মোটর বাইকখানার সন্ধান পেয়ে থাকেন তাহলে সিরাজদিখান থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।