স্টাফ রিপোর্টার: উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ফল এবং সবজি উৎপাদন, বাজারজাত করণ কর্মসূচির প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ সেন্টারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খুরশীদ আলম।
আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এবিএম ওয়াহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (২) হিমেল সরকার জুই, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের ৩০ কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।