ছাম্মি আহমেদ আজমীর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার দরিদ্র ও কর্মহীন, তাঁতিগোষ্ঠী ও পরিবারের মাঝে কোম্পানির CSR কার্যক্রমের আওয়া ত্রাণ বিতরণ করা হয়েছে।
০৩ আগষ্ট মঙ্গলবার সকালে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ কেন্দ্রর প্রধান প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব শফিকুল ইসলাম, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পরিচালক মোঃ আবু নাসের, মো: মাসুদুর রহমান ব্যবস্থাপক প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ তার বক্তব্য বলেন সকলকে স্বাস্থ্য মেনে চলতে এবং মাস্ক, সাবান দিয়ে হাত ধৌত করতে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিদ্য গুহ, ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্, বাংলাদেশ তাঁতী লীগের সহ সভাপতি এম জি মোস্তফা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এর আগে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে সিরাজগঞ্জের ১৩৫ জন ৩য় লিঙ্গ হিজরা সম্পদায় ত্রাণ সামগ্রী তুলে দেন।