দ্বীন মোহাম্মাদ সাব্বির: সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজার এলাকা থেকে মা: মাসুদ রানা ওরফে বাচ্চু (৩৫) একজন ভূয়া সাংবাদিককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। রবিবার (০১ আগস্ট) পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে এ ভূয়া সাংবাদিককে আটক করা হয়।
গ্রেফতারকৃত ভূয়া সাংবাদিক মো: মাসুদ রানা ওরফে বাচ্চু (৩৫) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা দক্ষিনপাড়া এলাকা মৃত জেল হোসেনের ছেলে।
সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপিÍতে র্যাব জানিয়েছে, রবিবার (০১ আগস্ট) রাত ০৯.০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মো: মাসুদ রানা ওরফে বাচ্চু (৩৫) নামের এ সাংবাদিককে গ্রেফতার করা হয়। এসময় তার থেকে দৈনিক গণতদন্ত নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ০১ টি, জবস টিভি নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ০১ টি, মোটর সাইকেল- ০১ টি এবং ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ভুয়া সাংবাদিকের আইডি কার্ড ব্যবহার করে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেয় । গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।