ছাম্মি আহমেদ আজমীর : ”বিশ্ব শিশু দিবস ২০২১ এর প্রতিপাদ্য শিশুর জন্য বিনিয়োগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি। বাংলাদেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে।
এবছর আজ ৪ অক্টোবার সোমবার সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। একই সাথে শিশুর অধিকার সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশের সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগেী ও সচেতন করার লক্ষে ৪ থেকে ১০ ই অক্টোবর পর্যন্ত পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ।
বাংলাদেশ শিশু একাডেমী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এক আলোচনা সভা সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কালেক্টর চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা কার্যালয়ে কালেক্টর চত্বরে পদযাত্রা ও আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রংবে রঙের বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা গাজী জহরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ডা:নওশের আলী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুস সালাম,ও সহকারি শিক্ষিকা শাহনাজ খাতুন সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং স্কুলের ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ।
তারাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিবে জ্ঞান চর্চা ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে গড়ে তুলবে সকলের জন্য কল্যাণকর নতুন বিশ্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
জাতির পিতা ১৯৭২ সালের প্রণীত সংবিধানের শিশু অধিকার নিশ্চিত করেন। জাতিসংঘ ১৯৮৯ শিশু অধিকার সনদ ঘোষণার ১৫ বৎসর পূর্বে ১৯৭৪ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অধিকার সুরক্ষার জন্য শিশু আইন প্রণয়ন করেন।