দ্বীন মোহাম্মাদ সাব্বির: সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্মদিন পালিত হয়েছে। রোববার (৮ আগষ্ট) সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এক বন্যাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন পালিত হয়। এ সময় ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার সিরাজগঞ্জ হাসিবুল আলম, বিপি, এম। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সহ সভাপতি আবু ইফসুফ সুর্য, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত ) আব্দুস সামাদ তালুকদার, ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওমীলীগের যুগ্ম -সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহামেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কমকর্তা-কর্মচারীবৃন্দ এবং সেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।