সিরাজগন্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লাবাসীর সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের একটি ক্রোকারিজের দোকানে পণ্য ক্রয় করার সময় দাম-দরকে কেন্দ্র করে ভাঙ্গাবাড়ী মহল্লার বারিক নামের এক যুবকের সাথে দিয়ার ধানগড়া মহল্লার ক্রেতার কথাকাটি হয়।
এই ঘটনার জের ধরে রাতেই শহরের এস এস রোড ও নয়নমোড় এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার জের ধরে বুধবার (১৮ আগস্ট) দুপুরে আবারো দুই মহল্লাবাসী লাঠি-সোঁটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় প্রতিপক্ষের ফলার আঘাতে ভাঙ্গাবাড়ী মহল্লার সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবক আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেবার পর তার মৃত্যু হয়।
পরে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।