সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে চাঁদাবাজী ও মারধরের মামলার আসামী গ্রেপ্তার করতে গেলে পুলিশকে মারধরে অভিযোগে পৌর কাউন্সিলর আপেল মাহমুদ রনিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে সারিয়াকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর এবং কুপতলা সাহাপাড়া গ্রামের মৃত জিহাদ আলীর ছেলে। গতকাল সোমবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশের উপ-পরিদর্শক কাজী মো: নজরুল ইসলাম জানান, চাঁদাবাজী ও মারধরের মামলার আসামী হিরোক আহম্মেদ জনির বসতবাড়ীতে অভিযান চালায়। অভিযানে জনিকে গ্রেপ্তার করা হলে জনির ছোট ভাই ও সারিয়াকান্দি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ রনি টের পেয়ে পুলিশের দিকে এগিয়ে আসে এবং কথা কাটাকাটি শুরু করে দেয়।
এক পর্যায়ে পুলিশের সঙে বাক-বিতন্ডা ও আসামী ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ধস্তাধস্তি করে। এতে দুইজন পুলিশ সামান্য আহত হয়। পরে ওই পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়।