সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ১১ নভেম্বর সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু কে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধাণমন্ত্রী সরকারি বাসভন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মৃত্যজনিত কারণে সদ্য শূণ্য ঘোষিত উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রার্থীর মনোনয়ন পত্র চুড়ান্ত ঘোষণা করে স্বাক্ষর করেন। প্রবীণ এ নেতাকে মনোনয় দেওয়ায় সকলে আনন্দিত।