মোঃ ছাম্মি আহমেদ আজমীর , সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বর্ষীয়ান নেতা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু সাহেবের অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক (মন্ত্রী)জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

শনিবার (৬ মে) বিকেলে ৪ টায় খাজা ইউনুস আলী হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু সাহেব দেখতে যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলকুচি পৌরসভার সাবেক পৌর মেয়র, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস।
এসময় আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ১৯৭১ সালে মাত্র নয় মাসে মহান মুক্তিযুদ্ধ মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ডাকে সিরাজগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভাষা সৈনিক আনোয়ার হোসেন রতু ভাই যুদ্ধ করে লাল সবুজের পতাকা, স্বাধীন দেশ, সার্বভৌমত্ব ও মানচিত্র এবং সোনার বাংলাদেশ এনে দিয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন সফলতার সাথে।