সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনার উপসর্গে ৬০০ জন ও করোনা আক্রান্ত হয়ে ৮৭ জনের মৃত্যু হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৩ জনের নতুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৮ ভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৯৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন