এস,এম,হাবিবুল হাসান : সাতক্ষীরার শ্যামনগরে ’সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯১তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। বঙ্গমাতার জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (০৮ আগষ্ট) সকালে শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর শাখার সম্মিলিত আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থার উপজেলায় দায়িত্বরত জেলা কর্মকর্তা মো. আনিসুর রহমান মল্লিক, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানাজী।
বঙ্গমাতার কর্মময় জীবনের উপর বিশেষ আলোচনা শেষে তাঁর ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ ৭ জন মহিলার মাঝে ৭ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।