এস,এম,হাবিবুল হাসান : সাতক্ষীরার দেবহাটায় বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এবং যৌথভাবে অ্যাকশান এইড ও ৩৫০ বাংলাদেশের সহযোগিতায় বৈশ্বিক জলবায়ু সপ্তাহ উৎযাপনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) সকালে দেবহাটা উপজেলার প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে নির্মিত প্রতিকী ফাঁসির মঞ্চ নির্মানসহ এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের জাকিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরনের কোঁলঘাষা দেশের দক্ষিনাঞ্চল সাতক্ষীরা জেলার মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে সব থেকে বেশি ঝুঁকিতে আছে। এই জেলাতে আইলা, সিডর, ফণী, বুলবুল, মহাসেন এবং সর্বশেষ ইয়াস’র মতো সুপার সাইক্লোন সহ অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ একের পর লেগে আছে। এখানকার আরেকটি বড় সমস্যা হলো লবনাক্ততা। উপকূলীয় এলাকাগুলো কখনো জোয়ারের লোনা পানিতে ডুবতে থাকে আবার ভাটায় সে পানি নেমে যায়।
ফলে আমাদের চাষাবাদ থেকে শুরু করে উপকূলাঞ্চলে বসবাস ও দৈনন্দিন জীবনযাত্রায় জলবায়ুর পরিবর্তন যেন এক অভিশাপের রূপ নিয়েছে। সেজন্য বৈশ্বিক জলবায়ু সপ্তাহে যুব নারী ও পুরুষেরা প্রতিকী ফাঁসির মঞ্চে কাফনের কাপড় পড়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি সৃষ্ট সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।
এর আগে গতকাল সোমবার সকালে শ্যামনগর প্রেসক্লাবের সামনে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এবং যৌথভাবে অ্যাকশান এইড ও ৩৫০ বাংলাদেশের সহযোগিতায় বৈশ্বিক জলবায়ু সপ্তাহ উৎযাপনে ’জলবায়ুর ধর্মঘট’ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৯ সাল থেকে প্রতি বছরের ২০-২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক জলবায়ু সপ্তাহ উৎযাপন করে আসছেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এবংগণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন