এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরার আশাশুনিতে ’সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিব’র ৯১তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। বঙ্গমাতার জন্ম বার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার(০৮ আগষ্ট) দুপুরে আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন।
আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান ও আশাশুনি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম প্রমূখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ৫ জন অসহায় দুস্থ, স্বামী পরিত্যাক্তা, বিধবা ও মহিলা অধিদপ্তরে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদেরকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।