এস,এম,হাবিবুল হাসান :সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ শোক সভাটির আয়োজন করে।
শনিবার(২৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত শোক সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) জাতীয় সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ডা. আ ফ ম রুহুল হক।
প্রধান অতিথি ডা.রুহুল হক বলেন, আগষ্ট জাতির শোকের মাস। এই মাসে মোস্তাক ও তার হায়না বাহিনী পরিকল্পিত ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে হত্যা করে। তাতেও তারা ক্ষ্যান্ত নয়। তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে চিরতরে হত্যা করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। এখনও তারা সে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু কোন ভাবেই তারা আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগকে দামাতে পারেনি। তাইতো পদ্মা সেতু মেট্রোরেলের মতো প্রকল্প দির্শমান। সেজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার আহবান জানান।
শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আজ আর স্বপ্ন নয় এখন সবই সত্যি। পদ্মা সেতু থেকে মেট্রোরেল প্রকল্প এখন বাস্তবচিত্র প্রদর্শিত। শোকের মাস আমাদের শক্তিতে পরিনত হয়েছে। কেউ আমাদের আর দাবায়া রাখতে পারবে না। বিশ্বের মাঝে মাথা উচু দাড়িয়েছে বাংলাদেশ।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন উর রশীদ ও যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো.আবু আহমেদ ও শেখ সাহিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন,সাংস্কৃতিক সম্পাদক শামিমা পারভীন রত্মা,শিক্ষা সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহাজান আলি,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহাদাৎ হোসেন,কলারোয়া আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ মেহেদী প্রমূখ। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন ।