এস,এম,হাবিবুল হাসান: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী পালনউপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
বুধবার(০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ সাতক্ষীরা শহরের আমতলা মোড় থেকে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই আনন্দ র্যালিটি শুরু হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ইটাগাছাস্থ চালতে তলার মোড়ে যেয়ে শেষ হয়। জেলা বিএনপি’র র্যালি শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের আমতলা মোড়স্থ গণমূখী ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড.সৈয়দ ইফতেখার আলী।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রাম হোক ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গিকার। অবিলম্বে জনগণের ভোটাধিকার হরন, বাক স্বাধীনতা ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনের উদাত্ত আহবান জানান।
সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলিমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ, মো.হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি’র সদস্য মো.শের আলী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক,জেলা যুব দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, শ্রমিকদল সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা কৃষকদল সদস্য সচিব শাহিনুর রহমান, প্রমুখ। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় পৃথক পৃথক র্যালী নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।অপরদিকে, সাতক্ষীরা জেলা কৃষক দলের উদ্যোগে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজপথে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের টাউন বাজার এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে জেলা বিএনপি’র আনন্দ শোভাযাত্রায় মিলিত হয়।সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আহসানুল কাদির স্বপন ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, শাহাদাত হোসেন, ড. শফিকুল ইসলাম,সদর উপজেলা কৃষকদল নেতা মোহাম্মদ আবু সাঈদ, রওশন আলী, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, আশাশুনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমির হোসেন বাদশাহ, দেবহাটা উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল খোকন, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব ডাক্তার মামুনুর রহমান খাঁন, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।