এস,এম,হাবিবুল হাসান : সাতক্ষীরায় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ ২০২১-এর ৫ম খেলায় লাবসা পল্লী মঙ্গল সমিতি জয়লাভ করেছে । খেলায় পি কে ইউনিয়ন ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে লাবসা পল্লী মঙ্গল সমিতি দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
সোমবার(০৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে এই বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধের খেলার শুরুতেই লাবসা পল্লী মঙ্গল সমিতির পক্ষে রিমো গোল দিয়ে ১-০ গোলে দলকে এগিয়ে নেয়। কিন্তু সেটা বেশিক্ষণ রক্ষা করতে পারিনি লাবসা পল্লী মঙ্গল সমিতি। গোল খাওয়ার এক মিনিটের মধ্যে পি কে ইউনিয়ন ক্লাবের বিল্লাল গোল পরিশোধ করে ১-১ সমতায় ফেরেন। ১-১ গোলের সমতায় বিরতীতে যায় উভয় দল।

বিরতী থেকে ফিরে উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। আক্রোম পাল্টা আক্রোমে খেলা চলতে থাকে। দ্বিতৃয়ার্ধের ১০ মিনিটের মাথায় লাবসা পল্লী মঙ্গল সমিতির মামুন গোল দিয়ে দলকে ২-১ এগিয়ে নেয়। তার কিছুক্ষনের মধ্যে লাবসার পক্ষে রাশেদ গোল দিয়ে দলকে ৩-১ অরো এগিয়ে জয়ের দ্বারপ্রান্তে চলে যায়।
খেলার শেষের দিকে পি কে ইউনিয়নের পক্ষে মহানন্দ গোল দিয়ে গোল ব্যবধান ৩-২ কমান। রেফারী শেষ বাঁশি বাজিয়ে খেলার ইতি টানেন এবং লাবসা পল্লী মঙ্গল সমিতি ৩-২ গোলে পি কে ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নিত হয়।