22 C
Bangladesh
Sunday, December 5, 2021
Google search engine

সর্বশেষ পোস্ট

সাতক্ষীরায় ইমামদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস,এম,হাবিবুল হাসান: সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলার সকল মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন, সাতক্ষীরায় আমরা নিজেরা ভাল থাকবো ও অন্যদেরকে ভাল রাখবো। জেলার পরবর্তী প্রজন্মকে এবং বিশ্বের সকল মুসলিম ও মানবতাকে রক্ষার স্বার্থে আমরা একসাথে কাজ করবো।

এই জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সকল মসজিদের ইমামদের সহযোগিতাও কামনা করেন তিনি। এছাড়াও মতবিনিময় সভায় সমসাময়িক বিভিন্ন বিষয়সহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিস্তারিত আলোচনা করা হয়।


মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কাজী আরিফুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক সহ সাতক্ষীরার সকল উপজেলার ইমামগণ।

লেটেস্ট পোষ্ট

ফেয়ার & লেডি

spot_img

অবশ্যই পড়ুন

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.