এস,এম,হাবিবুল হাসান :
সুন্দরবনের বাঘ আমাদের জাতীয় পশু। বাঘ এখন পৃথিবীতে অতি সংকটাপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম। বাংলাদেশের প্রেক্ষাপটে সুন্দরবনের বাঘও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বাঘ রক্ষায় দরকার সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ের জনমানুষের উদ্যোগ। এ ক্ষেত্রে বাঘের আবাসস্থলের পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ এবং একইভাবে বাঘ রক্ষায় ব্যাপক সচেতনতা তৈরী করা এখন সময়ের দাবি।
এমনি বাস্তবতায় আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অনিন্দসুন্দর এ প্রাণী রক্ষায় সুন্দরবন একাডেমি এবং সুন্দরবন বন বিভাগের যৌথ আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করবেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকতা ড. আবু নাসের মোহসিন হোসেন এবং সঞ্চালনা করবেন রূপান্তরের নির্বাহী পরিচালক এবং সুন্দরবন একাডেমির উপদেষ্টা রফিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠিতব্য এ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করে বাঙালীর শৌর্য-বীর্যের প্রতিক সুন্দরবনের বাঘ সংরক্ষণে মূল্যবান ভাবনা ও পরামর্শ প্রদান করার জন্য সুন্দরবনপ্রেমীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।