এস,এম,হাবিবুল হাসান : সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ জেলা শাখার পৃথক আয়োজনে আগস্টের প্রথম প্রহরে ১৫ আগস্টে নিহত সকল শহীদের স্মরণে আলোক শিখা (মোমবাতি) প্রজ্জ্বলন করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) রাত ১২.০১ মিনিটে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও শহরের খুলনা রোড মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে জেলা ছাত্রলীগের আলোক শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কাজী আকতার হোসেন।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড.সাইদুজ্জামান জিকো, প্রকৌশলী মফিজুর রহমান ঢালী, শাহাজাদা, অরুণ কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক শেখ নাজমুল হক রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রফিকুল ইসলাম, পারভেজ, শেখ নিয়াজ মাহমুদ বিমান, পৌর আওয়ামী লীগ নেতা তুহিন,জেলা তাতী লীগের সভাপতি কাজী মারুফ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক মুন্না, মোল্লা রনি, মনিরুল, বায়োজিত, মাসুদসহ প্রমুখ ।
অপরদিকে, জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে আলোক শিখা প্রজ্জ্বলন করা হয়। জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঢাকা কলেজের মেধাবী ছাত্র জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সকল ইউনিট কাজ করছে। গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী,মাস্ক, সচেতনামূলক লিফলেট বিতরণসহ অক্সিজেন সেবা অব্যাহত থাকবে।