নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছে।
২০ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) অনুমোদন করেন। সেই কমিটিতে বগুড়া- ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করে।
তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত করায় কাহালু-নন্দীগ্রাম উপজেলার দলীয় নেতাকর্মীরা আনন্দিত হয়েছে। এ উপলক্ষ্যে কাহালু-নন্দীগ্রামে দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিএনপি নেতা মো. আলেকজান্ডার। সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন দলের দুঃ সময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি নন্দীগ্রাম উপজেলা বুড়ইল গ্রামের কৃতী সন্তান।