শেরপুর( বগুড়া ) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার তিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫ টায় বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে বিশালপুর হাইস্কুল হলরুমে ও গত ২০সেপ্টেম্বর সোমবার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম নবী বাদশার সভাপতিত্বে হাটখোলা ময়দানে এবং ২১শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ আওয়ামী লীগ সুঘাট ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সুঘাট ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ, মির্জাপুরের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বিশালপুরের সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের সঞ্চালনায় ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হওয়া এসব বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সাত্তার।
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন কে সামনে রেখে আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এড: আলহাজ মোঃ গোলাম ফারুক, সাবেক চেয়ারম্যান সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, সহ সভাপতি আলহাজ সাইফুল বারী ডাবলু, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ,দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন,শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু সাইদ, মোকাররিম হোসেন রবি, প্রবীন আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন, হাফিজুর রহমান সহ স্ব -স্ব ইউনিয়নের সংশ্লিষ্ট ৯ ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
ধারাবাহিক অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে পোষ্ট পদবীকে উর্ধে রেখে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তৃনমুল নেতৃবৃন্দের সরকারি সেবা পাওয়ার প্রথম ধাপ হলো ইউনিয়ন পরিষদ। তাই পরিষদের চেয়ারম্যানের পদটি যেন নিজ দলের হয় সে বিষয়ে দলের সকল নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।