স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের ম্যাছকান্দি গ্রামে ১৪৪ ধারা অমান্য করে টিনের ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ওই গ্রামের আবুল প্রাং, আব্দুল কাদের, আছু প্রাং, মোমিন, উপিয়ান ও সুফিয়ানের বিরুদ্ধে। সোমবার ২৭ সেপ্টেম্বর ভোর রাতে ঘর নির্মাণ করায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এবং এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের ম্যাছকান্দি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আবুল হোসেন ম্যাছকান্দি জামে মসজিদ সামনের সরকারি খাস জমি ওমরপাড়া মৌজায় জেএল নং ১৬৪, খতিয়ান ৭৫, সাবেক ৯০ হালে ১৯৪ দাগে ৭ শতক জমি ১৫ বছর মেয়াদে লিজ নেয়।
লিজ শেষ হওয়ার আগেই আবুল হোসেন তাদের নামে ভুয়া পর্চা তৈরী করেন। এবং জায়গটি পতিত রাখে। পতিত জায়গাটি মসজিদের সামনে হওয়াতে মুসল্লিদের সুবিধার্থে মসজিদ কমিটি এবং গ্রামবাসী জায়গাটি ব্যবহার করে আসছে। কিছুদিন পুর্বে আবুল হোসেন ওই জায়গাতে ঘর নির্মাণ করার জন্য ইট-বালি নিয়ে আসেন।
এ নিয়ে উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে। পরে আবুল হোসেন গত ১৩ সেপ্টেম্বর মসজিদ কমিটি এবং গ্রামবাসীসহ ৯জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আদালত বিরোধপূর্ণ জায়গাতে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেন।
আদালতের জারি করা আদেশ অমান্য করে গতকাল সোমবার ২৭ সেপ্টেম্বর ভোর রাতে মামলার বাদি আবুল হোসেন ও তার দুই ভাই আবুল প্রাং, আব্দুল কাদের, আছু প্রাং, ছেলে মোমিন, উপিয়ান ও সুফিয়ান ওই জায়গাতে ঘর নির্মাণ শুরু করে। খবর পেয়ে মসজিদ কমিটি ও গ্রামবাসি তাদের বাধা দিলে দখলকারিরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ধাওয়া করে।
এ নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয় শুরু হয়। পরে মসজিদ কমিটির লোকজন ৯৯৯ ফোন দেওয়ার পর শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণ বন্ধ করে দেন। ওই জায়গা দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে।