শেরপুর, (বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ইউমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) এর আয়োজনে এবং এ্যারো ও ইউনাইটেড নেশনস ট্রাস্ট ফান্ড সহায়তায় মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর অফিস কার্যালয়ে প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে উপজেলা
সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণ উপজেলা সমন্বয় কমিটির
সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাসরিন আকতার
(পুঁঠি) সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে
সমাজের ধারণা ও দৃষ্টি, বাংলাদেশের প্রচলিত আইন, অধিকার সনদ আইন,
প্রতিবন্ধী নারী ও শিশুদের প্রতি সহিংসতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
এবং কর্মশালা পরবর্তী কার্যক্রম ও কর্মপরিকল্পনা প্রতিবন্ধীদের বিভিন্ন
বিষয় নিয়ে খোলা মেলা আলোচনা করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক উত্তম সরকার, শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, মোঃ ফরিদ উদ্দিন ও রুমানা
পারভীন, ফারহানা খাতুন প্রমূখ।