স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের অ্যাডভান্স অফ ওমেন্স রাইটস প্রকল্পের ‘ইউএনএফপিএ’র কারিগরি সহযোগিতায় বিশালপুর ইউনিয়নের হল রুমে ১৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খানের সভাপতিত্বে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, বিশালপুর ইউনিয়নের ইউপি সচিব মো. নজরুল ইসলাম, ইউপি মহিলা সদস্য মোছা. মমতা বেগম, সদস্য শ্রী দুতিরাম মন্ডল, শ্রী বিপ্লব কুমার, আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, মানিক মিয়া, আল আমিন মন্ডল, গোলাম রব্বানী, অফিস সহকারি আবু বকর সিদ্দিক, অত্র ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র-ছাত্রী প্রমুখ।
সভায় নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহের কুফলের উপর বিশেষ আলোচনা করেন বক্তারা।