রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি অফিসের উদ্দ্যোগে
৩শ কৃষকের মাঝে খরিপ-২/২০২০-২১ অর্থ বছরের প্রণোদনার কর্মসূচীর আওতায়
বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায়
উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব
করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন
ব্রহ্মাগাছা ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন, রায়গঞ্জ প্রেসক্লাবের
সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, রিপোর্টাস ইউনিটির সভাপতি তাপস
কুমার ঘোষ, কৃষক আবুল হাসেম প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপ-
সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম ও মাহবুবুল আলম। এ ছাড়াও সংশ্লিষ্ট
দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।