রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য সপ্তাহের ২য় দিনে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
গতকাল রবিবার দুপুর ১২ টায় পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃইমরুল হোসেন তালুকদারইমন। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলানির্বাহী অফিসার মোঃরাজিবুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতীরানী দাস,সিনিয়র উপজেলামৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু বক্কারসিদ্দিক, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, সাধারণ সম্পাদককে.এম রফিকুল ইসলাম প্রমূখ। উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি কার্ফ জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।