গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: রহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওবাইদুর রহমান সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার ( ২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা মোড়ে সাধারণ জনগণের সাথে এ মতবিনিময় করেন।
এসম উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার, সদস্য সুমন আলী সজিব,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্যসজীবি লীগের আহবায়ক এম রানাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক টিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এন্তাজুল হক, এম এ রহিম করিমসহ আওয়ামী লীগ,ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীগণ।
মোঃ ওবাইদুর রহমান গণসংযোগকালে বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ পরিবারের সন্তান।
আমার পিতা সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আওয়ামী লীগের সাথে থেকে গেছেন। আমিও তার আদর্শে গড়ে ওঠা একজন আওয়ামী লীগ সৈনিক। আমি ব্যবসার খাতিরে জেলার বাইরে থাকলেও আমার মন সবসময় এ ইউনিয়নে থাকে। তাই ইউনিয়নবাসীর দুঃখ-দুর্দশায়, আপদে-বিপদে যখনই আমাকে স্মরণ করে তখনই চলে আসি।
এই মহামারী করোনা কালে আমি ইউনিয়নের সাড়ে তিন হাজার গরীব, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ইউনিয়নবাসীর প্রতি আমার অনুরোধ আমার জন্য আপনারা দুআ করবেন। যাতে করে জননেত্রী শেখ হাসিনা হাত থেকে আমি আওয়ামী লীগের মনোনয়ন আনতে পারি এবং আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।