গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ফাতেমা বেগম(৫০)নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার তার স্বামীর বাড়ী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম জানান, রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার রেজাউল করিমের স্ত্রী ফাতেমা বেগম(৫০) শুক্রবার অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করে। পথে তাঁর মৃত্যু হয়।সে বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান ।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।