27 C
Bangladesh
Saturday, December 2, 2023
Google search engine
spot_imgspot_img
Homeঅপরাধসিরাজদিখানে কলা চুরির অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, বিচারের ভার নিলেন বিএনপি নেতা!

সিরাজদিখানে কলা চুরির অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, বিচারের ভার নিলেন বিএনপি নেতা!

মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে কলা চুরির অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

সম্প্রতি উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা দিলিপ চক্রবর্তী, মোঃ নুরু, জব্বর শেখ ও ওয়াশিম নামে চার ব্যক্তির বাড়ি থেকে কলার ঘারা চুরির অভিযোগ উঠে কোলা ইউনিয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাফিজ ও সাংগঠনিক সম্পাদক একান্ত মীরসহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে।

এছাড়া কলার ঘারা চুরি করে স্থানীয় দোকানে বিক্রিরও অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে কলা চুরির ঘটনা জানাজানি হলে স্থানীয়দের তোপের মুখে বিচার শালিস বসলেও অদৃশ্য কারনে বিচার হয়নি। জানা যায়, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের খান বিচারের ভার নিয়েছেন। স্থানীয় ও গোপন একাধিক সূত্রে জানা যায, সম্প্রতি কোলা ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা দিলিপ চক্রবর্তীর ৬ টি, জব্বর শেখের ২ টি, ওয়াশিমের ১ টিসহ নুরু নামে আরো এক ব্যক্তির কলার ঘারা চুরি হয়।

একই গ্রামের বাসিন্দা রাসেল নামে এক চা দোকানী শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজারে কলার ঘারা বিক্রি করতে গেলে স্থানীয় লোকজন রাসেলের আধাপাকা কলা দেখে সন্দেহ করেন এবং চুরি যাওয়া কলার ঘারা শনাক্ত করেন। পরে তাকে জিজ্ঞেস করলে তিনি কোলা গ্রামের নাফিজ ও একান্ত মীরের কাছ থেকে কলার ঘারা কিনে রেখেছেন মর্মে স্বীকার করেন।

পরে বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে জানাজানি হলে কোলা ইউনিয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাফিজ ও সাংগঠনিক সম্পাদক একান্ত মীরের কলা চুরির বিষয়টি সামনে আসে।

এদিকে কলা চুরির সাথে জড়িতদের বিচারের দাবীতে ইউনিয়নটির দুই থেকে আড়াইশো মানুষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় জড়ো হলেও অদৃশ্য কারণে বিচার হয়নি। পরে চুরির বিচারের ভাড় কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের খান নিয়েছেন মর্মে জানান স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে কোলা গ্রামের একাধিক বাসিন্দা বলেন, ছাত্রলীগের নাফিজ আর একান্তর কলা চুরির বিষয়টা শুনে গিয়ে দেখি দুই থেকে আড়াইশো লোক স্কুলের ওখানে জড়ো হইছে। বিচার হওয়ার কথা ছিলো কিন্তু হয় না। বিচারের ভার বিএনপির আবু তাহের নিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, ছাত্রলীগের ছেলেপেলেদের বিচার প্রকাশ্যে হলে তাদের মানসম্মান থাকবে? তাই আবু তাহের শনিবার বিচার করে দিবে বলে বিচারের ভার নিয়েছে।

ভুক্তভোগী কোলা গ্রামের বাসিন্দা দিলিপ চক্রবর্তী, নুরু, জব্বর শেখ ও ওয়াশিম তাদের কলার ঘারা চুরি যাওয়ার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। অভিযুক্ত চা দোকানী মোঃ রাসেলের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি কলার ঘারা নাফিজ আর একান্তর কাছ থেকে রেখেছি। আমার টাকার দরকার ছিলো তাই পাকার আগেই সিংপাড়া বাজারে বেচতে নিয়ে যাই। পরে এলাকার কয়েকজন জিজ্ঞস করলে আমি তাদের কাছ থেকে কেনার কথা বলেছি। এ ব্যপারে কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

অভিযুক্ত কোলা ইউনিয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একান্ত মীর মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি কলা কারো কাছে বিক্রিও করি নাই।

অপর অভিযুক্ত কোলা ইউনিয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাফিজের সাথে যোগাযোগে চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার খান মুঠোফোনে বলেন, যাদের কলা চুরি হইছে তারাতো আর অভিযোগ করে নাই। ছাত্রলীগের যে দুইজনের কথা সে বলছে যদি তাদের বিরুদ্ধে এমন কোন অভিযোগ প্রমানিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। যে লোক তাদের নাম বলেছে সে লোকতো গাজা খায়। তার গাঁজা খাওয়ার আসর ছাত্রলীগের পোলাপান কদিন আগে ভেঙে দিয়েছে। তাই হয়তো তাদের নাম বলতে পারে। আমার জানা মতে তারা এ ঘটনার সাথে জড়িত না।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম সাইফুল ইসলাম মিন্টু বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কোন পক্ষ এ ব্যপারে আমার কাছে আসে নাই।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
[td_block_1 custom_title="অবশ্যই পড়ুন " limit="4" f_header_font_transform="uppercase" ajax_pagination="next_prev" header_color="#013638" f_header_font_family="file_1" f_header_font_weight="600" m4f_title_font_family="file_1" m6f_title_font_family="file_1" category_id="31" td_ajax_filter_type="td_category_ids_filter" header_text_color="#ffffff" f_header_font_size="24" m4f_title_font_size="24" m4f_cat_font_size="18" m4f_ex_font_size="18" m6f_title_font_size="22" m6f_cat_font_size="16" m6f_meta_font_size="16"]
x