31 C
Bangladesh
Thursday, June 1, 2023
Google search engine
spot_imgspot_img
Homeসারাদেশরাজশাহীদুই মাসের মূল্যায়নে তিনজন সিএইচসিপি শ্রেষ্ঠ নির্বাচিত হয়

দুই মাসের মূল্যায়নে তিনজন সিএইচসিপি শ্রেষ্ঠ নির্বাচিত হয়


শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মচারী ৩০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের মধ্যে হয়তে তিন জন শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

২০২৩ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তাদের কর্মকান্ড বেশি ভাল ভাবে পরিচালিত হওয়ায় ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সভার সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী তাদেরকে শ্রেষ্ঠ সিএইচসিপি হিসেবে নির্বাচিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আমিনুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) শশাংক রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সবুর, আল মাহমুদ, মো. সাইদুল ইসলাম, মনোয়ার কাউছার, সাইফুল ইসলাম,তহমিনা, ও সকল সিএইচসিপি।
নির্বাচিত হলেন যারা, চন্ডীজান সিসির সিএইচসিপি শিল্পী খাতুন, বিরল সিসির সিএইচসিপি,খুরশিদা জাহান, ঝাজর সিসির সিএইচসিপি, আফাজ উদ্দিন লিটন।

এ ব্যাপারে শ্রেষ্ঠ সিএইচসিপিরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের যে সম্মান দিয়েছেন তাতে আমরা সেই দায়িত্ব আরো ভালো ভাবে পালন করে পাড়ি। যাতে মাঠে আরো ভাল কাজ করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নবাগত পারিশা’র ‘ফাইটার’

0
রিয়েল তন্ময়, বিনোদন প্রতিনিধি: মডেল-অভিনেত্রী পারিশা জান্নাত। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে গানেও কণ্ঠ দেন। তবে তার স্বপ্ন রুপালি পর্দা। সিনেমায় নায়িকা হওয়ার লক্ষে নিজেকে...
x