মোঃ আলাল উদ্দিন, পাবনা জেলা প্রতিনিধি:
মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন ২৭-০৯-২০২৩ তিন ( ০৩) দিনের বিশেষ সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন।

২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার বঙ্গভবন থেকে মোটরকোডযোগে বিএএফ বেইজ বাশার, তেজগাঁও হেলিপ্যাডে উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনা জেলার উদ্দেশ্যে রওনা হয়ে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে উপস্থিত হবেন। সেখান থেকে মোটরকোড যোগে পাবনা সার্কিট হাউসে পৌঁছানোর পর গার্ড অফ অনার গ্রহণ করে বিশ্রাম করবেন। সার্কিট হাউজে বিভিন্ন ব্যাক্তিবর্গগণ সৌজন্য সাক্ষাৎ করবেন।
পাবনা সার্কিট হাউজে জাতীয় নির্বাচন ও পাবনা জেলার উন্নয়ন মূলক বিভিন্ন আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার পাবনা জেলা সার্কিট হাউস হইতে মোটরকোডযোগে সাঁথিয়া উপজেলার উপস্থিত হয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অবলোকন করবেন। অনুষ্ঠান শেষে পাবনা সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করে পৌঁছানোর পর রাত্রি যাপন করবেন।
২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছানোর পর হেলিকপ্টার যোগে বিএএফ বেইজ বাশার, তেজগাঁও হেলিপ্যাডে পৌঁছানোর পর মোটরকোডযোগে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করে পৌঁছানোর পর সফর শেষ হবে।