31 C
Bangladesh
Thursday, June 1, 2023
Google search engine
spot_imgspot_img
Homeরাজনীতিবিএনপি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে : এমপি তানসেন

বিএনপি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে : এমপি তানসেন

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বগুড়া জেলা জাসদ সভাপতি একেএম রেজাউল করিম তানসেন বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে। জিয়া স্বাধীনতার ঘোষণা দেয়নি। বিএনপির জন্মই হয়েছে ভুল তথ্যের ওপর। তারা বিভ্রান্ত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার বাথই পশ্চিমপাড়া সততা স্পোর্টিং ক্লাব আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এমপি তানসেন আরও বলেন, ১৪ দলের সরকার ক্ষমতায় আছে বলেই আজ গ্রামের মানুষ নিরাপদে উৎসব করে। মানুষ ভালো থাকলে, উৎসবের আমেজে থাকলে বিএনপির গা জ্বলে।

নারহট্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তালুকদার বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি পিএম সহকারী অধ্যাপক বেল্লাল হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার,
দৈনিক করতোয়া প্রতিনিধি ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি আব্দুস ছালেক তোতা, বাথই পশ্চিমপাড়া সততা স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামাণিক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নবাগত পারিশা’র ‘ফাইটার’

0
রিয়েল তন্ময়, বিনোদন প্রতিনিধি: মডেল-অভিনেত্রী পারিশা জান্নাত। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে গানেও কণ্ঠ দেন। তবে তার স্বপ্ন রুপালি পর্দা। সিনেমায় নায়িকা হওয়ার লক্ষে নিজেকে...
x