মোঃ শিবলু রহমান,বগুড়া জেলা প্রতিনিধি:
আড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিদুৎ, গ্যাস, চাল,ডাল,তেল চিনিসহ নিত্য প্রয়েজনীয় দ্রব মূল্যের লাগামহীন উর্ধ্বগতি এবং দমন নিপীড়নের প্রতিবাদে ও বিএনপির পূর্ব ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের দাবিতে ১০/০৪/২০২৩ইং বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গন অবস্থান কর্মসূচী করেন।

আড়িয়া ইউনিয়নের রাঙ্গামাটি বাজারে। উক্ত গন অবস্থান কর্মসূচীতে সভাপতি ছিলেন বাদশা আলমগীর সভাপতি ৪নং আড়িয়া ইউনিয়ন বিএনপি।
সঞ্চলনায় মোকছেদুল আলম সহ সভাপতি আড়িয়া ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি ছিলেন আবু শাহীন সানি সাংগঠনিক সম্পাদক শাজাহানপুর উপজেলা বিএনপি।
প্রধান বক্তা ছিলেন দেলোয়ার হোসেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাজাহানপুর উপজেলা বিএনপি ও সাধারণ সম্পাদক আড়িয়া ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি ছিলেন এ্যাডঃ গোলাম মোস্তফা মজনু আইন বিষয়ক সম্পাদক শাজাহানপুর থানা বিএনপি.আলহাজ্ব আব্দুল হাকিম সিনিয়ার সহ সভাপতি শাজাহানপুর উপজেলা বিএনপি।
মামুন দপ্তর সম্পাদক শাজাহানপুর উপজেলা বিএনপি.আলমগীর হোসেন (মেম্বার) সিনিয়ার সহ সভাপতি শাজাহানপুর উপজেলা কৃষক দল।
আরো উপস্থিত ছিলেন সাজেদুর রহমান সাজু যুগ্ম আহবায়ক শাজাহানপুর উপজেলা যুবদল.আব্দুল মজিদ সদস্য সচিব আড়িয়া ইউনিয়ন যুবদল.মেহেদী হাসান অভ্য সাধারণ সম্পাদক শাজাহানপুর উপজেলা ছাত্রদল.ইন্তিয়াজ পায়েল সহ সভাপতি শাজাহানপুর উপজেলা ছাত্রদল.মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহানপুর উপজেলা ছাত্রদল.ইনছান আলী যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহানপুর উপজেলা ছাত্রদল.ইমন বাবু সহ সাংগঠনিক সম্পাদক শাজাহানপুর উপজেলা ছাত্রদল.তসলিম সাবেক চেয়ারম্যান আড়িয়া ইউনিয়ন.জোসনা সাবেক মহিলা সদস্য আড়িয়া ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা নেত্রী যোগাযোগ করেন করেন গন অবস্থান কর্মসূচীতে।