ছাম্মি আহমেদ (আজমীর) : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতিগত সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, লুটপাট ও ভূমির জবরদখলের প্রক্রিয়ার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, উক্ত সংগঠনের সভাপতি এডভোকেট সুকুমার চন্দ্র দাস এর সভাপতিত্বে জাতিগত সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, লুটপাট ও ভূমির জবরদখলের প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠান (১২০/১৩০) সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহা প্রভুর আখড়ার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদেন মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডাঃ আনন্দ সাহা, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, যুগ্মসাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক বিরেন দাস,সিরাজগঞ্জ পৌর শাখার সভাপতি অরূপ ব্যানার্জি, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার শানু সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তাগন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। অসাম্প্রদায়িক দেশ হওয়া সত্ত্বেও মাঝে মাঝেই সংখ্যালঘুরা সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছে। এরই ধারাবাহিকতায় খুলনার রূপসার শিয়ালী গ্রামের হিন্দুপাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন এলাকায়, মৌলভীবাজারের কুলাউড়া আদিবাসী সহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, লুটপাট ও ভূমির জবরদখল করা হচ্ছে। এছাড়াও ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন কে অপহরণ ও অপহরণের পর হত্যা করা হয়।
এসব সাম্প্রদায়িক হামলার দ্রুত বিচার না হওয়াতে অপরাধীরা নির্ভয়ে অপরাধ করে যাচ্ছে। এতে করে সংখ্যালঘুরা আতঙ্কে সাথে জীবন যাপন করছে। এসব অপরাধীদের খুব দ্রুত ধরে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে অপরাধীদের দমন করা সম্ভব নয়। সরকারের কাছে এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।