আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট:
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে বাংলাদেশ এবং সৌদি আরব একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টার হাইথাম ওহেলি।

এসময় সাইবার সিকিউরিটিতে দু’দেশ একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার (৪ ফেব্রুয়ারি), সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক ও সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টার হাইথাম ওহেলি। তারা দুই দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে সহযোগিতা বৃদ্ধি ও নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের আইসিটি বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের প্রথম দিনে সৌদি আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টার হাইথাম ওহেলির সঙ্গে বৈঠকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে “ডিজিটাল বাংলাদেশ” বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতির গল্প তুলে ধরেন পলক।
“বাংলাদেশ ও সৌদি আরব মুসলিম অধ্যুষিত দেশ। দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য একই রকম। সে কারণে আমাদের বিশ্বাসের প্রকাশ অভিন্ন। সাইবার নিরাপত্তায় আমরা একে অপরের সঙ্গে কাজ করবো, বৈঠকে পলক এমন আশা প্রকাশ করেছেন বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
সৌদি সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংস্থা ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন-এর ২য় সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশটিতে সফরে রয়েছেন পলক। রাজধানী রিয়াদের ফেয়ারমন্ট হোটেলে ৫ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশনটি।
বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা সংস্থা ডিকোর সদস্য রাষ্ট্রসমূহ হলো- বাহরাইন, জর্ডান, কুয়েত, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান এবং সৌদি আরব। সম্প্রতি মরক্কো, জিবুতি, সাইপ্রাস এবং রুয়ান্ডাও এই সংগঠনে যুক্ত হয়েছে। মূলত সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে নিজস্ব ডিজিটাইজেশনের বিকাশ, বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে সমানভাবে অংশগ্রহণ, সহযোগিতা ও জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন-ডিকো।
অধিবেশনে যোগ দেয়ার বাইরেও বেশকিছু সভা ও বৈঠকে অংশ নেবেন আইসিটি প্রতিমন্ত্রী। তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, সফরে সৌদি আরবের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ বিন আমের আলসওয়াহা, ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল দীমা আল ইয়াহিয়া, বৈশ্বিক টেক কনফারেন্স লিপ (এলইএপি) সিইও ড. আব্দুল রহমান আল জাদায়ীর, সৌদি ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটির প্রকৌশলী মাজেদ মোহাম্মাদর আল-মাজিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সৌদি সফর শেষে আগামী ১০ ফেব্রুয়ারি বাংলাদেশে ফেরার কথা রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের।