28 C
Bangladesh
Saturday, September 23, 2023
Google search engine
spot_imgspot_img
Homeসারাদেশরাজশাহীবসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রী বিতরণ

বসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রী বিতরণ

ইমরান ইসলাম,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার(০৫ আগস্ট)দুপুর ১২টার দিকে কালের কণ্ঠ শুভসংঘের সহযোগিতায় উপজেলার নিয়ামতপুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পেয়ে মরিয়ম বিবি বসুন্ধরা গ্রুপের ত্রাণসামগ্রী সহায়তা পেয়ে আশীর্বাদ করেন তিনি। জানান, বসুন্ধরা গ্রুপের মালিকের মনের আশা পূরণ করুক। স্রষ্টা তাকে যেন ভালো রাখুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জয়া মারীয়া পেরেরা জানান, বসুন্ধরা গ্রুপের সহায়তায় আমাদের উপজেলার অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।বসুন্ধরা গ্রুপকেও ধন্যবাদ জানাই আমাদের উপজেলার অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য।

দেশে বর্তমানে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই সময়ে আপনার কেউ অযথা ঘর থেকে বের হবেন না, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।করোনা মোকাবেলা করতে আমাদের সহযোগিতা করবেন।

উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ জানান,করোনা কালে এমন উদ্যোগ অবশ্যই ভালো উদ্যোগ।এভাবে যদি সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসে তাহলে দেশে কোন মানুষ দরিদ্র থাকবে না।

বসুন্ধরা গ্রুপ এমন উদ্যোগ গ্রহন করাই বসুন্ধরা পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান,সবুজ সংঘের নিয়ামতপুর শাখার সভাপতি জামাল হোসেন,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন,সহ-সভাপতি জাবেদ আলী,সাধারণ সম্পাদক  জনি আহমেদ,সদস্য ইমরান ইসলাম  প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
[td_block_1 custom_title="অবশ্যই পড়ুন " limit="4" f_header_font_transform="uppercase" ajax_pagination="next_prev" header_color="#013638" f_header_font_family="file_1" f_header_font_weight="600" m4f_title_font_family="file_1" m6f_title_font_family="file_1" category_id="31" td_ajax_filter_type="td_category_ids_filter" header_text_color="#ffffff" f_header_font_size="24" m4f_title_font_size="24" m4f_cat_font_size="18" m4f_ex_font_size="18" m6f_title_font_size="22" m6f_cat_font_size="16" m6f_meta_font_size="16"]
x