কাজিপুর প্রতিনিধি: চলমান বন্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নের ৮টি পাকা ও কাঁচা রাস্তায় বিভিন্ন স্থানে ধসে পড়া কারণে চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান।
মাজনাবাড়ী, চরছিন্না, চরগিরিশ, ভেটুয়া, ছালাল, শালদহ যমুনা বাজার থেকে পুরাতন বাজার পযর্ন্ত রাস্তা সহ বিভিন্ন বন্যার পানিতে ধসে পড়েছে। এ কারণে চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এলাকাবাসী রাস্তা সংস্কারের দাবি করেছেন। ভেঙ্গে পড়া রাস্তায় বস্তা ফেলার কাজ পরিদর্শন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর, চরগিরিশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও মনসুর নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।