মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া: “বন্ধন” একটি আর্থসামাজিক উন্নয়ন মুলুক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যাক্তিবর্গের সার্বিক তত্বাবধানে, শতাধিক নিবেদিত প্রান, উদ্যমী তারুণ্যের প্রতীক “বন্ধন”। বগুড়া জেলার, ধুনট উপজেলার, গোসাঁইবাড়ি ইউনিয়নের, ঐতিহাসিক জোড়খালী গ্রামে ১ আগষ্ট ” ২০২১ এই “বন্ধনের জন্ম।

বেশি দিন হয়নি, কিন্তু ইতিমধ্যে ” বন্ধন” বান্ধব সুলভ বেশ কিছু সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সর্বজন বিদীত হয়েছেন। প্রতিষ্ঠানটি যারযার ব্যক্তিগত তহবিল থেকে, এ রকম সামাজিক উন্নয়ন মুলুক কর্ম করে আসছেন। তাদের ইতিমধ্যে কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, এলাকার ঝোপঝাড়, জঙ্গল পরিস্কার করে এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাট মেরামত করা – যেখানে যেখানে ভাংগা, কর্দমাক্ত অবস্থা রয়েছে। পশুপাখী মরে এলাকায় যেনো দুর্গন্ধ ছড়াতে না পারে, তা বেশ নজরের সাথে পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহন করা। ভবিষ্যতে আরো ভালো পৃষ্ঠপোষকতার সমন্বয়ে বেশ বড়সড় আঙ্গিকে বড়বড় কর্মকাণ্ডের পরিকল্পনা তাদের রয়েছে, পাশাপাশি তারা সকলের মানসিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।