স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে চন্ডীজান গ্রামের করোতোয়া নদীর পাশে কালীমূর্তিটি গত সোমবার রাতে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের চন্ডিজান গ্রামে ব্রিটিশ আমল থেকে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন কালী পূজা করে আসছিল। গত সোমবার রাত দুই টার দিকে দুর্বৃত্তরা মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দির ও কালীমূর্তি ভাংচুর করে এবং ভাঙ্গা মূর্তিটি রিপন কুমার দাসের বাড়ির গেটের সামনে রেখে যায়।

১০ আগস্ট মঙ্গলবার সকালে রিপন ঘর থেকে বের হওয়ার সময় ভাঙ্গা মূর্তিটি দেখে চিৎকার করেন। তার চিৎকারে এলাকাবাসী মন্দিরে গিয়ে দেখে মন্দির ভাঙ্গা এবং কালী মূর্তিটি নেই। পরে তারা শেরপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) ফয়সাল মাহমুদ, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে গাড়িদহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন জানান, এই রকম ঘটনা এর আগে এই গ্রামে কখনো ঘটেনি।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, বিষয়টি সকালে জানার পর মন্দির পরিদর্শন করেছি এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। চক্রান্তকারীদের সনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম জানান, আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।